শিরোনাম
শুক্রবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

উপজেলা নির্বাচনে যাবে না সিপিবি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম গতকাল এক বিবৃতিতে উপজেলা নির্বাচন বয়কটের ঘোষণা দিয়ে ভোটাধিকার প্রতিষ্ঠা ও শক্তিশালী স্থানীয় সরকারের দাবিতে লড়াই করতে জনগণের প্রতি আহ্বান জানান। নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, জাতীয় সংসদ নির্বাচনে দেশবাসী ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ায় চরমভাবে ক্ষুব্ধ। এখনো বঞ্চনার দগদগে ঘা শুকায়নি। মানুষ ভোটের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছে। সেই বিশ্বাস ফিরিয়ে আনার জন্য কথায় ও কাজে নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নেয়নি।

নেতৃবৃন্দ বলেন, এ পরিস্থিতিতে নির্বাচনে অংশ নেওয়ার ন্যূনতম সুযোগ না থাকায় আসন্ন উপজেলা নির্বাচনে সিপিবি প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছে। এ নির্বাচনে সিপিবি কোনো প্রার্থী দেবে না। নেতৃবৃন্দ বিবৃতিতে আরও বলেন, এ নির্বাচন সামনে রেখে সিপিবি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করবে।

দলনিরপেক্ষ তদারকি সরকারের অধীনে অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচনী এলাকাসমূহে সভা-সমাবেশ করবে।

সর্বশেষ খবর