শনিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
প্রতিবাদে মানববন্ধন, মামলা

সন্ত্রাসীর ভয়ে ঘরছাড়া একটি পরিবার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুর ৯ নম্বর রোডের এক সন্ত্রাসীর মিথ্যা মামলা থেকে রেহাই পেতে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে একটি পরিবার। গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে একই এলাকার বাসিন্দা ভুক্তভোগী হাজী মিরাজ উদ্দিন এ হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে মিরাজ উদ্দিন বলেন, কামরাঙ্গীরচর থানাধীন পূর্ব রসুলপুর ৯ নম্বর রোডের মোসা. সখিনা বেগমের ০৮১৭.৫ অযুতাংশ সম্পত্তিসহ তিনতলা বাড়িটি আমরা ক্রয় করি। সখিনা বেগম বাড়ি বিক্রি করার পর বাড়িটির দখল না দিয়ে তার স্বামী খলিলুর রহমানকে দিয়ে একটি রুম জোরপূর্বক দখল করে। পরে রুমটি ছেড়ে দিতে বললে সে মিথ্যা মামলা ও জীবননাশের হুমকি দেয়।

তিনি বলেন, গত ২০ জানুয়ারি সন্ত্রাসী খলিল ও তার বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই বাড়িতে ভাঙচুর করে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি করে। এ ছাড়া সোনার চেইন ও ৩০ হাজার টাকা লুট করে। এ বিষয়ে ২১ জানুয়ারি কামরাঙ্গীরচর থানায় একটি মামলা করা হয়েছে। বর্তমানে সন্ত্রাসী খলিলের ভয়ে আমরা মানবেতর জীবনযাপন করছি।

সর্বশেষ খবর