সোমবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

মূল বেতনের ১০ ভাগ কর্তনের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মূল বেতনের ১০ ভাগ কর্তনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভোকেশনাল শিক্ষক সমিতি। সংগঠনের বরিশাল জেলা শাখার উদ্যোগে গতকাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি মাহবুবুর রহমান।

বক্তব্য রাখেন শিক্ষক-কর্মচারী ঐক্যফ্রন্টের বিভাগীয় আহ্বায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল, যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ আমিনুল ইসলাম খোকন, কারিগরি শিক্ষক সমিতির বিভাগীয় সভাপতি মো. শওকত আলী মিয়া প্রমুখ।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর দাবি সংবলিত স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, অবসর ও কল্যাণ তহবিলে আগে কারিগরি শিক্ষকদের মূল বেতনের ৬ ভাগ কর্তন করা হতো। কিন্তু জানুয়ারি মাসের বেতন থেকে অতিরিক্ত আরও ৪ ভাগসহ মূল বেতন থেকে ১০ ভাগ করে কর্তন করা হচ্ছে অবসর এবং কল্যাণ তহবিলে। কারিগরি শিক্ষকদের মূল বেতনের ১০ ভাগ কর্তন করা হলেও সাধারণ শিক্ষকদের আগের মতোই মূল বেতনের ৬ ভাগ কর্তন করা হচ্ছে।

সর্বশেষ খবর