বুধবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

দক্ষিণখানে ছুরিকাঘাতে ভাবির পর মায়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর দক্ষিণখানে ছুরিকাঘাতে ভাবির পর মারা গেলেন মা হামিদা বেগম (৬০)। গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি মারা যান। এর আগে, সোমবার উত্তরার সেক্টর-৬ সংল্গ্ন রেললাইনের পূর্ব পাশে টিআইসি কলোনিতে দেবর শফিকুলের ছুরিকাঘাতে তার ভাবি শারমিন আক্তার (৩৫) মারা যান। ঘটনার পর থেকে পলাতক শফিকুলকে গতকাল পর্যন্ত ধরতে পারেনি পুলিশ। নিহত হামিদা বেগমের আরেক ছেলে রাকিব বলেন, সোমবার বিকালে তার ভাই শফিকুল সম্পত্তি লিখে দেওয়ার জন্য মাকে চাপ দেয়। মা সম্পত্তি লিখে দিতে অস্বীকার করলে সে ক্ষিপ্ত হয়ে মাকে ছুরিকাঘাত করে। এ সময় ভাবি শারমিন এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করে। দ্রুত মা ও ভাবিকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শারমিনকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে রাতেই মাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সকাল পৌনে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ঘটনার পর থেকে ঘাতক শফিকুল পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান চলছে। জানা গেছে, হামিদা বেগমের ছেলে শফিকুল ইতালিতে থাকেন। গত ডিসেম্বরে তিনি ছুটিতে দেশে আসেন। পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকান্ড বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ খবর