বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

প্রধানমন্ত্রী জার্মানি যাচ্ছেন আজ

নিজস্ব প্রতিবেদক

রাজনৈতিক সম্পর্ক উন্নয়ন, রোহিঙ্গা বিষয়ে আলোচনা ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ছয় দিনের সফরে জার্মানি ও সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকাল ৮টা ৪০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইটে জার্মানির উদ্দেশে রওনা দেবেন তিনি।

গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, ‘আজ প্রধানমন্ত্রী জার্মানির উদ্দেশে রওনা দেবেন। সেখানে তিনি মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে অংশ নেবেন। পাশাপাশি তিনি জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা যাচ্ছে।’

এ কে আবদুল মোমেন বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে সিমেন্স কোম্পানির গ্লোবাল প্রেসিডেন্ট ও সিইও এবং বাংলাদেশের ই-পাসপোর্ট প্রকল্প বাস্তবায়নকারী জার্মান রিক্রুট কোম্পানি ভেরিডোসের সিইওর পৃথকভাবে সাক্ষাৎ হতে পারে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী আগামী ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে দ্বিপক্ষীয়  সফর করবেন। সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার। প্রধানমন্ত্রীর এই সফর ওই দেশে বাংলাদেশিদের আরও বেশি কাজের সুযোগ সৃষ্টিতে অবদান রাখবে বলে আশা করা যাচ্ছে।’ সফরকালে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বিনিয়োগ-সংক্রান্ত দুটি সমঝোতা স্মারক সই হতে পারে বলে আশা ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে ২০ ফেব্রুয়ারি ঢাকায় ফিরবেন।

সর্বশেষ খবর