শনিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

রক্ত নিয়ে কেউ যেন জটিল অসুখে না পড়ে

------ জাহিদ মালেক

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমাদের দেশে ব্লাডব্যাংকের অভাব রয়েছে। যেগুলো আছে সেগুলোর অধিকাংশ মানসম্মত নয়। তাই ব্লাডব্যাংকগুলোর অবস্থা ভালো করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি যেসব বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার রক্ত সরবরাহ করে, তাদের ল্যাব ঠিক আছে কি নাÑ সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। যাতে সুস্থ হওয়ার আশায় রক্ত নিয়ে কেউ আরও জটিল অসুখে না পড়ে। তিনি বলেন, উপজেলা পর্যায়ে চিকিৎসকদের থাকার জন্য বাড়ি-গাড়ির ব্যবস্থা করা হয়েছে। তারপরও তারা যদি নিজ এলাকায় না থাকেন তাহলে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত রক্তদাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কোয়ান্টাম স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের প্রধান সমন্বয়ক মাদাম নাহার আল বোখারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডাক্তার এ বি এম ইউনুস।

অনুষ্ঠানে কমপক্ষে ১০, ২৫ ও ৫০ বার স্বেচ্ছায় রক্তদান করেছেন এমন তিন শতাধিক স্বেচ্ছায় রক্তদাতাকে সম্মাননা দেওয়া হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রক্ত দেওয়াটা শুধু সেবাই নয়। এর ফলে নিজের শরীরও ভালো থাকে। বাংলাদেশে শুধু সড়ক দুর্ঘটনায় বছরে ১২ হাজার লোক মারা যায়। আহত হয় এক লাখের মতো মানুষ। এসব হতাহত মানুষ প্রয়োজনের সময় রক্ত পান না। অথচ আমরা স্বেচ্ছায় রক্ত দিলে এ ধরনের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষরা সহজে রক্ত পেতে পারে।

সর্বশেষ খবর