রবিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
স্মরণসভায় বক্তারা

আদর্শবান রাজনীতিবিদ ছিলেন কাজী আরেফ

নিজস্ব প্রতিবেদক

কাজী আরেফ আহমেদের কথা বললে চোখে ভেসে ওঠে আদর্শবাদী, সৎ একজন রাজনীতিবিদের চেহারা। বর্তমানে রাজনীতিতে আদর্শের কোনো চিহ্ন পাওয়া যায় না। এতে তাদের লজ্জা না লাগলেও আমাদের লাগে। কাজী আরেফ রাজনীতি করার টাকা জোগাতেন টিউশনি করে আর এখনকার ছাত্রনেতাদের গাড়ি না হলে হয় না। তাদের আয়ের উৎসও কারও জানা নেই। গণআন্দোলনের অন্যতম উদ্যোক্তা কাজী আরেফ আহমেদের ২০তম হত্যা দিবসে স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। গতকাল বিকালে জাতীয় প্রেস ক্লাবের সাংবাদিক আবদুস সালাম মিলনায়তনে ‘নিউক্লিয়াস’ থেকে ‘গণআদালত’ শীর্ষক কাজী আরেফ আহমেদ স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়। স্মরণসভার আয়োজন করে কাজী আরেফ পরিষদ। সভায় স্মারক বক্তব্য প্রদান করেন মুক্তিযুদ্ধ গবেষক ডা. মাহফুজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মুনীরউদ্দিন আহমেদ। আলোচনায় অংশ নেন ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, নাট্যজন রামেন্দু মজুমদার, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, আইনজীবী জেড আই খান পান্না, সাবেক ছাত্রলীগ নেতা রেজাউল হক চৌধুরী মোস্তাক, ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক ডা. মুশতাক হোসেন, কাজী আরেফের কন্যা কাজী আফরিন জাহান জুলি। অনুষ্ঠান সমন্বয় করেন আমিনুল হক মন্টু।

সর্বশেষ খবর