বুধবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
সরকারি টাকা আত্মসাত

ঢাকা জেলা প্রশাসকের সার্ভেয়ার, কানুনগোসহ সাতজন কারাগারে

আদালত প্রতিবেদক

রাজধানীর কোতোয়ালি থানায় করা দুর্নীতির পৃথক পাঁচ মামলায় ঢাকা জেলা প্রশাসকের সার্ভেয়ার, কানুনগোসহ সাত কর্মচারীকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন। আসামিরা হলেন- সাবেক অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা পরমান্দ পাল, অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মুজিবুর রহমান, সার্ভেয়ার মো. মজিবুল হক, সার্ভেয়ার মো. আফজাল হোসেন, সাবেক কানুনগো চৌধুরী গোলাম মর্তুজা, সার্ভেয়ার মো. ওয়াসিম খান ও সাবেক সার্ভেয়ার মো. কবির হোসেন। এর আগে আসামিরা আদালতে আত্মসমর্পণ করলে আইনজীবী মোহাম্মাদ মাসুম মিয়া জামিন আবেদন করেন। এ সময় দুদকের আইনজীবী মীর আহম্মেদ আলী সালাম জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, আসামিরা পরস্পর যোগসাজশে অন্যায়ভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে বিশ্বাস ভঙ্গ, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের ভূমিকে ব্যক্তিমালিকানাধীন অধিগ্রহণভুক্ত ভূমি দেখিয়ে ক্ষতিপূরণের নামে সরকারি কোটি কোটি টাকা উত্তোলন করে আত্মসাৎ করে। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে গত বছর ২৯ নভেম্বর রাজধানীর কোতোয়ালি থানায় পৃথক পাঁচটি মামলা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর