শিরোনাম
বুধবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
তিন জেলায় দুদকের অভিযান

গোমতী নাগর ও কালীগঞ্জ নদীর অবৈধ বালু উত্তোলন বন্ধ

নিজস্ব প্রতিবেদক

তিন জেলার তিন নদীতে দুর্নীতি দমন কমিশন-দুদকের অভিযানে বন্ধ হয়েছে অবৈধ বালু উত্তোলন। গতকাল কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার গোমতী, ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কালীগঞ্জ ও বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাগর নদে এ অভিযান চালানো হয়। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি দুটি ট্রাক্টর ও দুটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।  কুমিল্লায় অভিযানে চরবাকর ও খলিলপুর এলাকা  থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় নদী সাঁতরিয়ে আরও অন্তত ১০ জন পালিয়ে যায়। এ ছাড়াও গোমতী নদীতে মাটি কাটা অবস্থায় দুটি ট্রাক্টর ও নদীতে বালু উত্তোলন অবস্থায় মেসার্স সাথী এন্টারপ্রাইজের একটি ট্রলারসহ ড্রেজার মেশিন জব্দ করা হয়। শিবগঞ্জের অভিযানে আট লাখ টাকা জরিমানা করা হয়। ঝিনাইদহের অভিযানে একজনকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, গণমাধ্যমে সংবাদ প্রকাশ ও সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে এসব অভিযান পরিচালনা করা হয়। নদী রক্ষায় এরকম অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর