বুধবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ইউএস বাংলার বহরে অত্যাধুনিক বিমান

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি এয়ারলাইনস ইউএস বাংলার বহরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক এয়ারক্রাফট বোয়িং-৭৩৭ ম্যাক্স ৮। দেশে প্রথমবারের মতো এই এয়ারক্রাফট পরিচালনা করবে ইউএস বাংলা। গতকাল রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে ইউএস বাংলা কর্তৃপক্ষ এসব তথ্য উপস্থাপন করেন। সংবাদ সম্মেলনে ইউএস বাংলা এয়ারলাইনসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ বলেন, এই প্রথমবারের মতো আমরা এরকম অত্যাধুনিক এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছি। খুব শিগগিরই আরও দুটি ব্র্যান্ড নিউ এটিআর ৭২-৬০০ মডেলের এয়ারক্রাফট ইউএস বাংলার বিমান বহরে যুক্ত হতে চলেছে। আমাদের সঙ্গে আন্তর্জাতিক এয়ারক্রাফট লিজিং কোম্পানি এয়ারক্যাপ ও দি বোয়িং কোম্পানির যৌথ ঘোষণা অনুযায়ী এই এয়ারক্রাফট বহরে যুক্ত হচ্ছে।

তিনি আরও বলেন, বেশ কিছু নতুন রুটে আমরা আমাদের ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছি। এর মধ্যে আগামী ৩১ মার্চ থেকে ইউএস-বাংলা ভারতের চেন্নাইতে সপ্তাহে তিন দিন ফ্লাইট পরিচালনা করবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এয়ারক্যাপের প্রধান নির্বাহী কর্মকর্তা ও চিফ কমার্শিয়াল অফিসার ফিলিপ স্ক্রাগস, লিজিং কোম্পানির সুতেশ সেলভারাতনাম, দি বোয়িং কোম্পানির ডাইরেক্টর সেলস অ্যান্ড মার্কেটিং আহসেন রাজপুত প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর