বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
কড়াইলে সরকারি জমি বেহাত

বিটিসিএল-সেটেলমেন্ট কর্মকর্তাসহ আসামি ২৪

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কড়াইলে ২৯৪ কোটি টাকার সরকারি সম্পত্তি  বেআইনিভাবে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কাছে বিক্রির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ব্যাপারে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লি. (বিটিসিএল) ও সেটেলমেন্ট অফিসের ৮ জন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ২৪ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে সংস্থাটির প্রধান কার্যালয়। দুদক বলছে, সরকারি ৬ দশমিক ৬৭৫৬ একর সম্পত্তি বেআইনিভাবে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে দিতে ৯১ কোটি টাকা ঘুষ লেনদেন হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন, ২০১১ সালের ২ নভেম্বর গুলশান মডেল থানার মামলাটির চার্জশিট গতকাল দুদকের প্রধান কার্যালয় থেকে অনুমোদন দেওয়া হয়। শিগগিরই তা আদালতে দাখিল করা হবে।

যারা আসামি হচ্ছেন : বিটিসিএলের সদস্য (প্রশাসন) কামরুল আলম, পরিচালক (সংগঠন ও পদ্ধতি) আবু বকর মো. মমশাদ মাশরেকী, নোয়াখালী জেলা রেজিস্ট্রার মোহাম্মদ ইয়াকুব, গুলশানের সাব-রেজিস্ট্রার (সাময়িক বরখাস্ত) হেলালউদ্দিন, সেটেলমেন্ট প্রেসের উপসহকারী শহিদুল ইসলাম, আবুল কাশেম, কম্পোজিটর (পেশকার) আলী আকবর খান, সহকারী সেটেলমেন্ট অফিসার তপন চৌধুরী, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হোসাইন মোহাম্মদ মামুন, আমিন (অব.) নিজামুল হায়দার চৌধুরী, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোং লিমিটেডের সাবেক লিগ্যাল অ্যাডভাইজার শহীদুল ইসলাম, ঢাকা সদরের দলিল লেখক নাসিরউদ্দিন আহম্মদ, ঢাকার তেজগাঁওয়ের বাসিন্দা ওসমান গণি, নাজমা বেগম, ফরিদপুরের শাহনাজ মামুন, লাক্সারী হাউজিং লিমিটেডের মালিক শহীদুজ্জামান চৌধুরী, লে. কর্নেল মো. দিদারুল আলম (অব.), নরসিংদীর বাসিন্দা টি এম শামছুত তাবরিজ চৌধুরী, মাদারীপুরের  সৈয়দ ছালোয়ার হোসেন, মোল্যা গাজী সালাউদ্দিন আহম্মেদ, মঞ্জুর আহম্মদ, বাচ্চু মিয়া, বেলায়েত হোসেন লিটন মাঝি ও সৈয়দ জিয়াউদ্দিন হোসেন।

সর্বশেষ খবর