শুক্রবার, ১ মার্চ, ২০১৯ ০০:০০ টা

জাতিসংঘে রোহিঙ্গা সংকট নিয়ে পররাষ্ট্র সচিবের আলোচনা

প্রতিদিন ডেস্ক

‘আন্তর্জাতিক অভিবাসন ও উন্নয়ন’ শীর্ষক জাতিসংঘের চলতি মাইগ্রেশন সপ্তাহে সাধারণ পরিষদের সভাপতি আয়োজিত উচ্চপর্যায়ের আলোচনায় প্যানেলিস্ট হিসেবে গত বুধবার বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহিদুল হক রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেছেন। খবর : এনআরবি নিউজ।

আলোচনায় পরাষ্ট্র সচিব সংকট নিরসনের ক্ষেত্রে বৈশ্বিক অভিবাসন প্রশাসনে ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের গুরুত্বও তুলে ধরেন। আইওএমের মহাপরিচালক অ্যান্তোনিও ভিতোরিনো, জাতিসংঘে আয়ারল্যান্ডের স্থায়ী প্রতিনিধিসহ সবাই তার বক্তব্যের বিষয়ে একমত পোষণ করেন।

সর্বশেষ খবর