শুক্রবার, ১ মার্চ, ২০১৯ ০০:০০ টা

আজ জাতীয় ভোটার দিবস

নিজস্ব প্রতিবেদক

জাতীয় ভোটার দিবস আজ। ‘ভোটার হব, ভোট দেব’- এই স্লোগান সামনে  রেখে আজ ১ মার্চ প্রথমবারের মতো বাংলাদেশে পালিত হচ্ছে জাতীয়  ভোটার দিবস। দিবসটি উপলক্ষে নির্বাচন ভবনসহ দেশের বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে নানা কর্মসূচির আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ উপলক্ষে আজ সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ থেকে একটি র‌্যালি বের করা হবে, যা বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের সামনে শেষ হবে। প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনাররা এতে  যোগ দেবেন। বিকাল ৪টায় নির্বাচন ভবনের অডিটরিয়ামে ভোটার দিবস উদযাপন অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি থাকবেন আইনমন্ত্রী আনিসুল হক। এ ছাড়া আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আনন্দমুখর পরিবেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়েও জাতীয় ভোটার দিবস পালন করা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর