শনিবার, ২ মার্চ, ২০১৯ ০০:০০ টা
আলোচনা সভায় বক্তারা

ইসলামের বিধান কার্যকরী হলেই মানব জীবনে শান্তি প্রতিষ্ঠিত হবে

নিজস্ব প্রতিবেদক

সব ধর্মের লোকদের জন্য যার যার ধর্মীয় অনুশাসন মেনে চলার সুযোগ রেখে সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় আল্লাহর নির্দেশিত ও হজরত মুহাম্মদ (সা.) প্রদর্শিত শান্তিপূর্ণ পদ্ধতিতে ইসলামের আইন-বিধান কার্যকরী হলেই মানব জীবনে অস্থিরতা দূর হয়ে শান্তি প্রতিষ্ঠিত হবে। গতকাল রাজধানীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে ইসলামী সমাজ আয়োজিত ‘সমাজ ও রাষ্ট্র পরিচালনায় আল্লাহর নির্দেশিত ও হজরত মুহাম্মদ (সা.) প্রদর্শিত পদ্ধতি’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। আকিক হাবিবুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আয়োজক সংগঠনের আমির হজরত সৈয়দ হুমায়ূন কবীর। কেন্দ্রীয় নেতা সোলায়মান কবীরের পরিচালনায় বক্তব্য রাখেন মোহাম্মদ ইয়াছিন, মুহাম্মদ ইউসুফ আলী, আজমুল হক, মো. হাফিজুর রহমান, মো. সেলিম মোল্লা, মো. আবু শামাহ, হুমায়ূন কবীর, রুহুল আমীন, সাদিকুজ্জামান প্রমুখ।

সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, আল্লাহ্ রাব্বুল আলামিনের আজাব-গজব হিসেবে ক্ষমতা ও আধিপত্য বিস্তার নিয়ে মানুষে মানুষে চলছে সংঘাত ও সংঘর্ষ এবং তাদের জীবনে বিরাজ করছে চরম অস্থিরতা ও অশান্তি। তিনি বলেন, দুর্নীতি, সন্ত্রাস, উগ্রতা ও জঙ্গিতৎপরতাসহ ইসলাম এবং মানবতা বিরোধী সব অপতৎপরতার বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করে সমাজ ও রাষ্ট্রে আল্লাহর নির্দেশিত ও তাঁরই রসুল হজরত মুহাম্মদ (সা.) প্রদর্শিত পদ্ধতিতে নিজেদের সময় ও অর্থ কোরবানি করে ইসলাম প্রতিষ্ঠার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ইসলামী সমাজ।

সর্বশেষ খবর