সোমবার, ৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা

মনসুর-মোকাব্বিরের শপথ ৭ মার্চ ১১টায়

নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী জাতীয় ঐক্যফ্রন্ট ও গণফোরামের দুই সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করাতে আগামী ৭ মার্চ বৃহস্পতিবার বেলা ১১টায় সময় দিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। স্পিকারের দফতর এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে শপথ নেওয়ার বিষয়ে মৌলভীবাজার-২ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এবং সিলেট-২ আসন থেকে উদীয়মান সূর্য প্রতীক নিয়ে নির্বাচিত মোকাব্বির খানের চিঠি গতকাল স্পিকারের দফতরে পৌঁছায়। গত শনিবার একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী এই দুই সংসদ সদস্য শপথ নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করে স্পিকার বরাবর চিঠি দিয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন। গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয় ঐক্যফ্রন্টের ভরাডুবি হয়। জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে বিএনপি ও গণফোরামের মাত্র ৮ জন সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপি ও গণফোরাম দলীয় ও জোটগতভাবে নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করেন এবং সংসদ সদস্য হিসেবে শপথ না নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেন। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেওয়ার আহ্বান জানানো হয়।

 এদিকে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট ও গণফোরামের নানা হুঁশিয়ারি উপেক্ষা করে শপথ নেওয়ার সিদ্ধান্ত নেন সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এবং মোকাব্বির খান।

সর্বশেষ খবর