মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা

ব্যাপক দরপতন শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

বড় ধরনের দরপতন হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪০ পয়েন্ট কমে ৫ হাজার ৬৮২ পয়েন্টে অবস্থান করছে। যা বিগত ২ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থান। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকও কমেছে আগের দিনের চেয়ে।

জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪০ পয়েন্ট কমে ৫ হাজার ৬৮২ পয়েন্টে অবস্থান করছে। যা ১ মাস ২৭ দিন বা ৩৮ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন। এর আগে সর্বশেষ ২০১৯ সালের ৭ জানুয়ারি ডিএসইর ডিএসইএক্স সূচক আজকের চেয়ে কম ছিল। ওই দিন ডিএসইএক্স ছিল ৫ হাজার ৬৫৫ পয়েন্ট। ডিএসইতে টাকার পরিমাণে  লেনদেন হয়েছে ৬৮২ কোটি ১ লাখ টাকার। যা আগের দিন থেকে ২০ কোটি টাকা বেশি। ডিএসইতে ৩৪৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৭৩টির বা ২১ শতাংশের, কমেছে ২২৭টির বা ৬৬ শতাংশ এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির বা ১২ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। ডিএসইতে টাকার পরিমাণে মুন্নু সিরামিকের সর্বোচ্চ ৯০  কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৫২ কোটি ১০ লাখ টাকার লেনদেনে দ্বিতীয় স্থানে ইউনাইটেড পাওয়ার এবং ৩৩ কোটি ৩০ লাখ টাকা লেনদেনে তৃতীয় স্থানে উঠে আসে বাংলাদেশ সাবমেরিন কেবল।

টপটেন  লেনদেনে কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- স্কয়ার ফার্মাসিউটিক্যালস, প্রিমিয়ার ব্যাংক, ফরচুন সুজ, সিঙ্গারবিডি, ন্যাশনাল টিউবস, অলিম্পিক এবং আলিফ ইন্ড্রাস্ট্রিজ। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪২৬ পয়েন্টে। সিএসইতে হাত বদল হওয়া ২৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৭টির, কমেছে ১৪৩টি এবং অপরিবর্তিত থাকে ৩৩টির দর। সিএসইতে ২১ কোটি ৮ লাখ টাকার লেনদেন হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর