মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা

সুবর্ণচরে ধর্ষিতা নারীর আত্মহত্যার ঘটনায় হাই কোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক

নোয়াখালীর সুবর্ণচরে ধর্ষণের বিচার না পেয়ে এক নারীর আত্মহত্যার ঘটনায় সংশ্লিষ্ট বিবাদীদের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। গতকাল হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুনতাসির মাহমুদ রহমান। রিটে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের সচিব, নোয়াখালীর জেলা প্রশাসক, সুবর্ণচরের ওসি, ইউপি চেয়ারম্যান ও স্থানীয় ইউপি সদস্যকে বিবাদী করা হয়েছে। রিটে স্থানীয় ইউপি সদস্যের তথাকথিত শালিসকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আরজি জানানো হয়েছে। আবেদনটির ওপর বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চে শুনানি হবে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী।

রবিবার একটি জাতীয় দৈনিকে ‘সুবর্ণচরে ধর্ষণের বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যা’ শিরোনামে খবর প্রকাশিত হয়। ওই প্রতিবেদন যুক্ত করে রিট আবেদনটি দায়ের করা হয়। প্রতিবেদনে বলা হয়, ‘নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এবার ধর্ষণের বিচার না পেয়ে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর মাকছুমুল গ্রামে এ ঘটনা ঘটে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর