শুক্রবার, ৮ মার্চ, ২০১৯ ০০:০০ টা
সংসদে দাবি

মাস্টারমাইন্ডদের শনাক্তে কমিশন গঠন করুন

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে অনুষ্ঠিত অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে সরকারি ও বিরোধী দলের নেতারা বলেছেন, এই ভাষণ শুধু বাংলাদেশের নয়, গোটা বিশ্বের নিপীড়িত মানুষের অনুপ্রেরণার ভাষণ। বঙ্গবন্ধুই বাঙালি জাতিকে স্বাধীনতা দিয়েছেন। তারা বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত মাস্টারমাইন্ডদের শনাক্ত করতে একটি গণতদন্ত কমিশন গঠনের দাবি জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল সংসদের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য রাখেন আওয়ামী লীগের তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, আসাদুজ্জামান খান কামাল, অধ্যাপক আলী আশরাফ, তাহজীব আলম সিদ্দিকী, আবদুল মতিন খসরু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশ জাসদের মইন উদ্দিন খান বাদল, গণফোরামের (বহিষ্কৃত) সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু প্রমুখ।

সর্বশেষ খবর