মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯ ০০:০০ টা

মুসলমানদের রক্ষায় সজাগ থাকতে হবে : খেলাফত

নিজস্ব প্রতিবেদক

খেলাফত মজলিসের আমির মাওলানা ইসমাঈল নূরপুরী বলেছেন, সব ষড়যন্ত্রের কবল থেকে ইসলাম ও মুসলমানদের রক্ষা করতে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, ইসলাম সারা বিশে^ শান্তি প্রতিষ্ঠার শ্রেষ্ঠতম ধর্ম। এতে রয়েছে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের মৌলিক অধিকারের সুন্দর পদ্ধতি। কোনো ধর্ম বা শ্রেণি পেশার মানুষকে আঘাত করে কথা বলার অধিকার ইসলামে দেওয়া হয়নি। বর্তমান বিশে^ মুসলমানদের বিরুদ্ধে সম্পূর্ণ অন্যায়ভাবে অপপ্রচার চালানো হচ্ছে। গতকাল পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হকের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন মাওলানা রেজাউল করীম জালালী প্রমুখ। মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কোরবান আলী, মাওলানা আবদুল আজীজ, মুফতি শরাফত হোসাইন, মাওলানা মুফতি হাবীবুর রহমান, মাওলানা জি এম মেহেরুল্লাহ, মাওলানা এনামুল হক মূসা, মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া প্রমুখ।

মাওলানা ইসমাঈল নূরপুরী আরও বলেন, আমাদের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ইসলামের আবশ্যকীয় বিধান পর্দার বিরুদ্ধে কথা বলেছেন। পর্দানশীল মা-বোনদের নিয়ে বাজে মন্তব্য করেছেন। যা একটি মুসলিম রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তি এবং একজন মুসলমান হিসেবে কখনো কাম্য নয়। অতিসত্বর তাকে তওবা করে ইসলামের ছায়াতলে ফিরে আসতে হবে।

সর্বশেষ খবর