বুধবার, ১৩ মার্চ, ২০১৯ ০০:০০ টা

পুলিশ সার্জেন্টের সাত বছর কারাদণ্ড

আদালত প্রতিবেদক

অবৈধ সম্পদ অর্জন মামলায় পুলিশের সার্জেন্ট মো. আজাহার আলীর (বর্তমানে স্বেচ্ছায় অবসরপ্রাপ্ত) সাত বছরের কারাদন্ড  দিয়েছে আদালত। গতকাল ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক সৈয়দ কামাল হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে। দুদকের দুটি মামলার একটিতে তার দুই বছর কারাদন্ড  ও ৫০ হাজার টাকা অর্থদন্ড , অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড  এবং অন্যটিতে ৫ বছর কারাদন্ড  ও ৫০ হাজার টাকা অর্থদন্ড , অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি মো. আজাহার আলী স্থাবর-অস্থাবর সম্পদসহ এক কোটি ৩০ লাখ ১৮ হাজার ৬৭৬ টাকার সম্পদ বিবরণী দাখিল করেন। যার মধ্যে ৭৮ লাখ ৩৮ হাজার ৩৯৭ টাকার সম্পদের তথ্য গোপন করেন।

সর্বশেষ খবর