সোমবার, ১৮ মার্চ, ২০১৯ ০০:০০ টা

আন্তর্জাতিক নারী দিবসের সম্মাননা পেল ‘বিপা’

প্রতিদিন ডেস্ক

আন্তর্জাতিক নারী দিবসের (২০১৯) সম্মাননা পেয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস (বিপা)। গত ১৪ মার্চ নিউইয়র্কে ম্যানহাটানস্থ ফিলিপিন কনস্যুলেট জেনারেলের কালায়্যান হলে সোসাইটি অব ফরেন কনসালস (এসওএফসি) আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। খবর : এনআরবি নিউজ’র।

শিক্ষা, ব্যবসা ও সরকার-এ তিনটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং দৃশ্যমান অবদানের জন্য অংশগ্রহণকারী ১৯টি দেশের বিশিষ্ট নারীকে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা সনদ প্রদান করা হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টসকে (বিপা) বাংলা ভাষা শিক্ষা ও সংস্কৃতি বিকাশে বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে এসওএফসি সভাপতির কাছ থেকে সম্মাননা এবং বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসার কাছ থেকে বিশেষ উপহার গ্রহণ করেন বিপার পক্ষে সেলিমা আশরাফ। প্রত্যেক দেশের মনোনীত প্রার্থীকে স্ব স্ব দেশের কনসাল জেনারেল এবং সোসাইটির সভাপতির উপস্থিতিতে এ সম্মাননা প্রদান করা হয়।

সর্বশেষ খবর