শনিবার, ২৩ মার্চ, ২০১৯ ০০:০০ টা

ওআইসিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যের আহ্বান বাংলাদেশের

প্রতিদিন ডেস্ক

ইসলামভীতি দূর ও আন্তঃধর্মীয় সম্প্রীতি ছড়িয়ে দিতে সবাইকে সন্ত্রাসবাদের বিপক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। গতকাল তুরস্কের ইস্তাম্বুলে ইসলামিক সম্মেলন সংস্থার (ওআইসি) নির্বাহী কমিটির মন্ত্রী পর্যায়ের ‘ওপেন এন্ডেড’ সভায় অংশ নিয়ে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এ আহ্বান জানান। সম্প্রতি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মুসলিমদের ওপর হামলার পরিপ্রেক্ষিতে এ জরুরি বৈঠকের আয়োজন করে ওআইসি। ওই হামলায় ৫০ জন নিহত হয়।

ওআইসি সম্মেলনের বর্তমান সভাপতি হিসেবে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে ওআইসি মহাসচিব ড. ইউসুফ আল ওথাইমিন উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর