শুক্রবার, ৫ জুন, ২০২০ ০০:০০ টা

তাবলিগের ২৫৫০ সদস্যের ভারত প্রবেশ ১০ বছর নিষিদ্ধ

কলকাতা প্রতিনিধি

দিল্লির নিজামুদ্দিনের মার্কাজ কমপ্লেক্সসহ ভারত জুড়ে তাবলিগ জামাতে অংশগ্রহণকারী ২৫৫০ জন বিদেশি নাগরিককের কালো তালিকাভুক্ত করেছে ভারত। ট্যুরিস্ট ভিসা নিয়ে জামাতে যোগ দিতে ভারতে এসেছিলেন, ভিসার নিয়ম লঙ্ঘন করেছিলেন কিন্তু এই অভিযোগে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এরা ১০ বছর ভারতে ঢুকতে পারবে না।

ভারতীয় পর্যটক ভিসার নিয়ম অনুযায়ী ধর্মীয় মতবাদ প্রচার, ধর্মীয় স্থানে বক্তৃতা দেওয়া ধর্মীয় মতধারা নিয়ে অডিও-ভিডিও বা পুস্তিকা বিলি করার অনুমতি নেই। কিন্তু ট্যুরিস্ট ভিসা নিয়ে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, মিয়ানমার, সুদান, সিঙ্গাপুর, আরব আমিরাত, শ্রীলঙ্কা, রাশিয়া, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বহু দেশের নাগরিক গত মার্চ মাসে দিল্লি নিজামুদ্দিন ও দেশের বিভিন্ন প্রান্তে তাবলিগ জামাতে অংশ নিয়েছিলেন। শুধু তাই নয়, বিভিন্ন রাজ্যগুলো থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কেন্দ্র জানতে পারে যে বিদেশি তাবলিগ জামাতের সদস্যরা বিভিন্ন মসজিদ ও ধর্মীয় স্থানগুলোতে অবৈধভাবে অবস্থান করছিল।

সর্বশেষ খবর