অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক প্রধান প্রকৌশলী এমদাদুল ইসলামের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয় থেকে ওই চার্জশিট অনুমোদন দেওয়া হয়।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম জানান, তদন্ত প্রতিবেদনে আসামি এমদাদুল ইসলামের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ৫১ লাখ ৪৪ হাজার ৯০০ টাকা অর্জনের অভিযোগ আনা হয়।
এর আগে ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি রমনা মডেল থানায় রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী মো. এমদাদুল ইসলামের নামে ১ কোটি ১৮ লাখ ৭ হাজার ৫৬১ টাকার সম্পদের তথ্য গোপন ও ৮৭ লাখ ৪৪০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছিল।