নারায়ণগঞ্জে ধারালো অস্ত্র দিয়ে জিয়া হাওলাদার (৩০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। জিয়া স্থানীয় টাউজার তৈরি কারখানার মালিক। চাপাতির আঘাতে তার মাথা প্রায় দুই ভাগ হয়ে গেছে বলে জানা গেছে। গতকাল রাত সোয়া ৮টার দিকে সাইনবোর্ড বটতলা এলাকার নাজু মার্কেটের পাশে চায়ের দোকানে এ ঘটনা ঘটে। জিয়ার বন্ধু ও প্রত্যক্ষদর্শী রাজিবুল ইসলাম জানান, সন্ধ্যায় সাইনবোর্ড বটতলা এলাকার একটি চায়ের দোকানে জিয়ার সঙ্গে আমি বসে লুডু খেলছিলাম। এ সময় হিজবুল্লাহ নামের একজন এসে চাপাতি বের করে জিয়ার মাথায় এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।