দেশের জনগণকে অস্বাভাবিক ও অরাজক পরিস্থিতি থেকে উদ্ধারে রাষ্ট্রপতির নেতৃত্বে সর্বদলীয় সংলাপ আয়োজনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মতিন ও মহাসচিব অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ। গতকাল এক বিবৃতিতে এই আহ্বান জানিয়ে নেতৃদ্বয় আরও বলেন, ছাত্রদের গণগ্রেপ্তার ও দমন-পীড়ন অবিলম্বে বন্ধ এবং গ্রেপ্তারকৃত ছাত্রদেরকে নিঃশর্ত মুক্তি দাবি জানান। তারা ছাত্রদের চলমান যৌক্তিক ৯ দফা দাবি মেনে নেওয়া এবং এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন তাঁদের যথাযথ ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান।
তারা বলেন, সুনিশ্চিত অভিযোগ ছাড়া গণগ্রেপ্তার করলে দেশের পরিস্থিতি প্রতিকূলে যাওয়ার সমূহ সম্ভাবনা দেখা দিতে পারে। এই অবস্থায় দেশকে সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে নিবন্ধিত রাজনৈতিক সংগঠনের সিনিয়র নেতাদের নিয়ে দ্রুত বৈঠক করে সমাধানের পথ বের করবার জন্য মহামান্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান।