বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের চেয়ারম্যান বিজয় কান্তি সরকার হিন্দুদের বাড়িঘরে কেউ হামলা করলে তাকে আইনি কর্তৃপক্ষের কাছে ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল পঞ্চগড়ে হিন্দু অধ্যুষিত বিভিন্ন এলাকা দেখে এসে বিকালে বোদা উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারে ঐক্য পরিষদ পঞ্চগড় জেলা শাখা আয়োজিত সম্প্রীতি সমাবেশে বক্তৃতা করছিলেন। বিজয় সরকার বলেন, আওয়ামী লীগের অত্যাচারী হিন্দু নেতারা জনরোষের মধ্যে পড়েছিল। তাদের ওপর হামলা হতে পারে। অন্য কোনো হিন্দুর ওপর হামলা হয়নি। অনুরোধ, গুজবে কান দেবেন না।
সংগঠনের আহ্বায়ক প্রমোশীষ রায়ের সভাপতিত্বে এই সমাবেশে আরও বক্তৃতা করেন বিএনপির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মহাসচিব এস এন তরুণ দে, পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম প্রমুখ।