রাজধানীর যাত্রাবাড়ীতে নাহিদ ইসলাম (২৩) নামে এক রিকশা চালককে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে মাতুয়াইল এলাকায় এ ঘটনা ঘটে। তার গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার ভবানীপুরে। দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি বড়।
গতকাল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নাহিদের বাবা অ্যাম্বুলেন্স চালক আবদুল আলীম বলেন, তার ছেলে নাহিদ পেশায় ভাড়ায় ব্যাটারি চালিত রিকশা চালক। মাতুয়াইলের হাসেম রোডে গার্মেন্ট মোড়ে গ্যারেজ মালিক আনোয়ারের রিকশা ভাড়ায় চালাত নাহিদ। গত রবিবার নাহিদের কাছ থেকে রিকশাটি ছিনতাই হয়। কিন্তু রিকশা গ্যারেজের মালিকের দাবি, রিকশাটি ছিনতাই হয়নি নাহিদ চুরি করে বিক্রি করেছে। এরই জের ধরে সোমবার রাত ১০টার দিকে নাহিদকে গ্যারেজে আটকিয়ে গ্যারেজ মালিক আনোয়ার ও তার ভাই জাকিরসহ কয়েকজন মারপিট করে। পরে মাতুয়াইল দক্ষিণপাড়া কবরস্থান এলাকায় ফেলে আসে। রাতে খোঁজাখুঁজি করে নাহিদকে না পেয়ে স্থানীয়দের মাধ্যমে গতকাল সকালে খবর পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।