ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, সংখ্যালঘু ট্রামকার্ড ব্যর্থ বলে জানিয়েছেন। তিনি বলেন, ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের লজ্জাজনক পতন হলেও তারা একের পর এক দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই যাচ্ছে। কিন্তু সচেতন দেশবাসী ও দেশপ্রেমিক সংখ্যালঘু সম্প্রদায় তাদের সব অসদুদ্দেশ্য ব্যর্থ করে দিয়েছে। গতকাল এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম আরও বলেন, কখনো রাতের অন্ধকারে মানুষের ঘরে ডাকাতি, কখনো লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে জনমনে আতঙ্ক সৃষ্টির পাঁয়তারা করেছে। সর্বশেষ তারা হিন্দু সম্প্রদায়সহ বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘুদের উসকে দিয়ে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে মরিয়া হয়ে উঠেছিল।
তাদের হাত ধরে পলাতক আওয়ামী সন্ত্রাসীরাও সক্রিয় হওয়ার অপচেষ্টায় লিপ্ত ছিল।
তিনি আরও বলেন, আজকে যারা সংখ্যালঘু ট্রামকার্ড ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করতে চায়, তারাই মূলত সংখ্যালঘুদের শত্রু।
তিনি আরও বলেন, আমরা সংখ্যালঘু সম্প্রদায় বলে কখনো কাউকে বিভাজিত করতে চাই না; বরং দেশের নাগরিক হিসেবে সবাই সমান। প্রত্যেক ধর্মীয় গোষ্ঠী নিজেদের ধর্ম-কর্ম স্বাধীনভাবে করবে এবং মানুষ ও নাগরিক হিসেবে নিজেদের অধিকার পাবে, এমন বাংলাদেশই আমরা চাই।