বিডিআর বিদ্রোহের নামে সেনা অফিসার হত্যাকান্ডসহ সব খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে খেলাফত মজলিস। গতকাল পুরানা পল্টনের ফেনী সমিতি মিলনায়তনে কেন্দ্রীয় মজলিসে শুরার সাধারণ অধিবেশন থেকে এই দাবি জানানো হয়। অধিবেশন থেকে ‘স্বৈরাচারী খুনি হাসিনা ও তাঁর দোষরদের বিচার দাবি এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে’ আগামী ২৩ আগস্ট শুক্রবার দেশব্যাপী সমাবেশ ও মিছিলসহ ৩ মাসের কর্মসূচি ঘোষণা করা হয়। দলের আমিরে মাওলানা আবদুল বাছিত আজাদের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অধিবেশনে সারা দেশের জেলা ও মহানগরী শাখা থেকে আগত মজলিসে শুরার সদস্যরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিতে হবে। শিক্ষাব্যবস্থা সংস্কার করতে হবে। গ্রেপ্তারকৃত সব ছাত্র-শিক্ষক-রাজনীতিবিদ, আলেম-উলামা ও সাধারণ মানুষকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। আন্দোলনে নিহত সব শহীদ পরিবারকে ক্ষতিপূরণ প্রদান দ্রুত কার্যকর। আহতদের জরুরি ভিত্তিতে সুচিকিৎসার ব্যবস্থা করা।
গুম হওয়া ব্যক্তিদেরকে উদ্ধার করা। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন পুনর্গঠন। আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনসহ সবকিছু ঢেলে সাজানো। বিতর্কিত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহারসহ নানা দাবি তুলে ধরা হয়।