গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য নাম নিয়ে নতুন করে আত্মপ্রকাশ করল প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনসমূহ। গতকাল তোপখানা রোডস্থ বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন নামকরণের ঘোষণা দেওয়া হয়।
এতে সমসাময়িক সাংস্কৃতিক আন্দোলনে নেতৃত্ব দেওয়া ৩০টিরও বেশি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্প্রতি সংঘটিত ছাত্র-জনতার অভ্যুত্থানে সাংস্কৃতিক সংগঠনগুলোর যূথবদ্ধ এ প্লাটফর্মটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংবাদ সম্মেলন থেকে গণতান্ত্রিক সাংস্কৃতিক আন্দোলনে দেশের লেখক, শিল্পী-সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক সংগঠন ও কর্মীদের যুক্ত হওয়ার জন্য আহ্বান জানানো হয়। গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের পক্ষ থেকে দাবিনামা তুলে ধরা হয়।