বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ড. ইউনূস একজন সৎ মানুষ। তাঁর কাছে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে চাই না। কিন্তু দেশের জনগণ প্রশ্ন করতে শুরু করেছে যে, খুনি হাসিনার নামে মামলা হয়েছে, অথচ তাকে দেশে ফিরিয়ে আনা বা তার পরিবারের কোনো সদস্যকে এখনো কেন গ্রেপ্তার করা হয়নি। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘প্রতিবাদ’ নামে একটি সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত এক অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, শুধু কয়েকজন এমপি-মন্ত্রীর নাম দিলে হবে না। ২০০৮ সাল থেকে যারা অবৈধভাবে হাজার হাজার কোটি টাকা লুট করেছে তাদের সবার তালিকা বিমানবন্দর ও স্থলবন্দরে দিতে হবে, যেন তারা দেশত্যাগ না করতে পারে।
তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার অবশ্যই আছে। তবে জনগণ একটা কথা বলছে, আওয়ামী লীগ গত ১৬ বছর দেশের মানুষের ওপর নির্যাতন করেছে। ছাত্র-জনতার আন্দোলনে হামলা চালিয়েছে, হত্যা করেছে। তারা আবারও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।
তিনি আরও বলেন, যে নির্বাচন কমিশন অবৈধভাবে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছিল সেই নির্বাচন কমিশন এখনো কীভাবে টিকে আছে?