আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম পুনর্গঠন করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলামকে। প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হয়েছে আরও চারজন আইনজীবীকে। প্রসিকিউটর পদে নিয়োগ পাওয়া চার আইনজীবীর মধ্যে মো. মিজানুল ইসলামকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় এবং গাজী মোনাওয়ার হোসাইন তামিম, বি এম সুলতান মাহমুদ, আবদুল্লাহ আল নোমানকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এবি পার্টি থেকে জানানো হয়েছে, অ্যাডভোকেট তাজুল ইসলাম গত ২৬ আগস্ট দলের যুগ্ম আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন।