অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের সদস্য শীষ হায়দার চৌধুরী। সচিব পদোন্নতির পর তাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিনকে ওএসডি করা হয়। এদিকে গতকাল পৃথক প্রজ্ঞাপনে আটজন উপসচিবের দপ্তর বদল হয়েছে।
.এর মধ্যে সদ্য সিলেটের ডিসি নিয়োগ পাওয়ার পর আবার বাতিল হওয়া কর্মকর্তা পি কে এম এনামুল করিমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।