ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে মামুনুর রশিদ (৪৬) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল সকালে তিনি মারা যান। কারারক্ষী নাজমুল হাসান জানান, সকালে ওই কয়েদি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টায় তাকে মৃত ঘোষণা করেন।
মামুনুর রশিদ কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। তার বাবা সেলিম ইব্রাহিম। তবে তিনি কোন মামলায় আটক ছিলেন তা জানা যায়নি।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেকের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।