প্রায় এক যুগ আগে গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলামের ভাই সাইফুল ইসলাম শ্যামলকে গতকাল দুপুরে রাজধানীর শাহীনবাগের বাসা থেকে তুলে নিয়ে যান সেনাসদস্যরা। এর প্রায় দুই ঘণ্টা পর আবার তাঁকে বাসায় দিয়ে যাওয়া হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাইফুলের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছিল। উল্লেখ্য, বাংলাদেশে গুমের শিকার পরিবারগুলোকে নিয়ে গড়ে তোলা সংগঠন ‘মায়ের ডাকের’ একজন সমন্বয়ক সানজিদা ইসলাম। তিনি সাইফুলের ছোট বোন। গতকাল বিকালে সানজিদা ইসলাম বলেছিলেন, রাজধানীর শাহীনবাগে তাদের বাসা থেকে বেলা আড়াইটার দিকে সেনাসদস্যরা তার ভাই সাইফুলকে তুলে শেরেবাংলা নগর এলাকার সেনা ক্যাম্পে নিয়ে যান। বিকাল ৫টার তাকে আবার বাসার সামনে নামিয়ে দিয়ে যান। তার ভাইকে কেন ও কী কারণে তুলে নেওয়া হলো, সেই প্রশ্ন রাখেন তিনি।
বিকেল সাড়ে ৫টার দিকে শাহীনবাগে সাইফুল ইসলামদের বাসায় স্বজন ও প্রতিবেশীদের ভিড় দেখা যায়। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামও ওই বাসায় যান। তিনি সাইফুল ইসলামসহ পরিবারের সদস্যদের কথা শোনেন।