পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদের গোপালগঞ্জ সদর উপজেলায় ‘সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক’-এর ভিতর অবস্থিত পুকুর ও পার্ক ইজারা দেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। মহানগর সিনিয়র স্পেশাল জজ কোর্টের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশে দেন। গোপালগঞ্জ জেলা দুর্নীতি দমন অফিসের উপ-পরিচালক মো. মশিউর রহমান গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন।
আদেশে বলা হয়েছে- সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে প্রবেশ, রাইড, কটেজ, ফলবাগান ও পুকুর বছরভিত্তিক দরপত্র আহ্বানের মাধ্যমে সর্বোচ্চ দরদাতাকে ইজারা প্রদানের নির্দেশ প্রদান করা হলো।