অস্ট্রেলিয়া সফরে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ সময় গতকাল দুপুর ২টায় তিনি অস্ট্রেলিয়া পৌঁছান। এ সময় সেখানে তাকে স্বাগত জানান দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক। বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। এর আগে বুধবার দিবাগত রাতে মেয়ের সঙ্গে দেখা করতে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুলের বড় মেয়ে ডা. শামারুহ মির্জা একজন চিকিৎসা বিজ্ঞানী। ২০০৬ সাল থেকে তিনি স্থায়ীভাবে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতে বসবাস করছেন। চিকিৎসক হলেও মূলত তিনি একজন নারী সংগঠক হিসেবেই বেশি পরিচিত। বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের নারীদের তাদের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করতে এবং আত্মবিশ্বাস অর্জনের জন্য একটি নিরাপদ স্থান দিতে শামারুহ ২০১৭ সালে সিতারার গল্প (সিতারাস স্টোরি) নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। এর সহ-প্রতিষ্ঠাতা তিনি। সংস্থাটি কর্মশালা, আলোচনা, সেমিনার ও সৃজনশীল প্রতিযোগিতার আয়োজন করে। ২০২১ সালে স্বেচ্ছাসেবকমূলক ও অলাভজনক সংস্থাটিকে মানসিক স্বাস্থ্য পুরস্কার দেওয়া হয়েছিল।
শামারুহ নিজেও ক্যানবেরা ‘কমিউনিটি স্পিরিটস অ্যাওয়ার্ড-২০২১’ পেয়েছিলেন।