চাঁদপুরে মা ইলিশ রক্ষায় পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। গতকাল রাত ১২টা থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন নদীতে ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুত ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ কর্মসূচি বাস্তবায়নে ইতোমধ্যে জেলা ও উপজেলা টাস্কফোর্স সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে কর্তৃপক্ষ।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান বলেন, ইলিশ সামুদ্রিক মাছ। ডিম ছাড়ার জন্য এ সময়ে মিঠা পানিতে ছুটে আসে। এ কারণে সরকার ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করেছে। অভয়াশ্রম চলাকালে দিন-রাত বিভিন্ন টিম নদীতে থাকবে। এদিকে বরিশাল বিভাগের সাগর ও নদীতে ইলিশসহ সব ধরনের মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। ইলিশের বাধাহীন প্রজননের জন্য ২২ দিন মাছ ধরার ওপর এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এ অবস্থায় গতকাল বিকাল থেকেই মৎস্যবন্দর মহিপুর ও আলীপুর আড়ত ঘাটে ট্রলার নিয়ে ফিরেছেন জেলেরা। তবে অবরোধ শতভাগ সফল করতে ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছে মৎস্য বিভাগ। কলাপাড়ার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, অবরোধ শতভাগ সফল করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। উপজেলার নিবন্ধিত ১৮ হাজার ৩০৫ জন জেলেকে দেওয়া হবে ২৫ কেজি করে চাল। আশা করি, এ অবরোধের মধ্যেই এসব জেলেরা সরকারি বরাদ্দকৃত চাল পেয়ে যাবেন বলে জানিয়েছেন এ কর্মকর্তা।