বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, দেশে অন্তর্বর্তী সরকার চলমান আছে। জনগণের আশা-আকাক্সক্ষার জায়গা হলো এই সরকার। কিন্তু আমরা বাজার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দুর্নীতি দেখতে পাচ্ছি। অনিয়ন্ত্রিত বাজার এবং প্রশাসনের অনেক সেক্টরে এখনো হাসিনা রিজিমের হস্তক্ষেপ রয়ে গেছে।
গতকাল সকালে নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবিরের সাথি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এদিন শহরের ইসদাইর এলাকার বাংলা ভবনে এই সাথি সমাবেশের আয়োজন করা হয়।
মঞ্জুরুল ইসলাম বলেন, এখনো ফ্যাসিস্ট রিজিমের লোকেরা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করে যাচ্ছে। অতিদ্রুতই তাদের অপসারণ করা উচিত। দেশের নিরাপত্তা এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের সমৃদ্ধির জন্য ভালো দায়িত্বশীল ও নৈতিকতার মোড়কে যারা সমৃদ্ধ- এ রকম প্রশাসনকে দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রকে আরও বেশি রান করানো উচিত।
তিনি বলেন, আদর্শিকভাবে শিবির একটা শক্তিশালী সংগঠন। যারা শিবিরের এই আদর্শিক আন্দোলনকে পছন্দ করে না, শিবিরের কার্যক্রমে যারা ভীতসন্ত্রস্ত্র- তারাই গুজব অপপ্রচার চালিয়ে আসছে। পূজা হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান। রাষ্ট্রের দায়িত্ব হলো শতভাগ নিরাপত্তা দিয়ে এটাকে বাস্তবায়নের সুযোগ দেওয়া। এদেশের জনগণেরও দায়িত্ব তাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা। যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ আসাদুজ্জামান রাকিবের সভাপতিত্বে সাথি সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ আবদুল জব্বার।