ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি দবিরুল ইসলামকে দিনাজপুর কারাগার থেকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে (পিজি) ভর্তি করা হয়েছে। গত শুক্রবার সকালে তাকে পিজি হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে বৃহস্পতিবার বিকালে দিনাজপুর কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার কাশিমপুর কারাগারে পাঠায় কারা কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর কারাগারের জেল সুপার মতিয়ার রহমান। তিনি বলেন, সাবেক এমপি দবিরুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসার জন্য তাকে ঢাকার কাশিমপুর কারাগারে আমরা পাঠিয়েছি। সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসা নিশ্চিত করতে পিজি হাসপাতালে ভর্তি করেছেন। তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।এদিকে দবিরুল ইসলামের নাতি সিয়াম মুঠোফোনে শুক্রবার সন্ধ্যায় জানান, ‘নানাকে সকালে পিজি হাসপাতালে নেওয়া হয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকা কারা পুলিশ সদস্যদের সঙ্গে কথা হয়েছে, তারা বলেছেন চিকিৎসা চলছে।’
পরিবারের বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, দবিরুল ইসলাম দীর্ঘদিন ধরে অসুস্থ। কয়েক বছর দেশের বাইরের চিকিৎসকদের পরামর্শে তিনি বিশ্রামে ছিলেন। জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর স্থানীয় ব্যবসায়ী হাবিবুর রহমান বাবলু বাদী হয়ে ১০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ এনে দবিরুল ইসলামকে প্রধান আসামি করে ২৮ জনের নাম উল্লেখ করে আদালতে একটি মামলা দায়ের করেন।