১৮ ডিসেম্বর, ২০১৭ ১৫:৫২

বিসিসিডিআই বাংলাস্কুলের বিজয়মেলা ও পৌষ পিঠা উৎসব অনুষ্ঠিত

শিব্বীর আহমেদ, ওয়াশিংটন:

বিসিসিডিআই বাংলাস্কুলের বিজয়মেলা ও পৌষ পিঠা উৎসব অনুষ্ঠিত

বাংলাদেশ সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট বিসিসিডিআই বাংলাস্কুলের আয়োজনে ওয়াশিংটনে অনুষ্ঠিত হল বিজয়মেলা ও পৌষ পিঠা উৎসব। 

লাখো শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৬ ডিসেম্বর শনিবার ভার্জিনিয়ার নোভা আনানডেল ক্যাম্পাসে ছোটছোট শিশুদের মুক্তিযুদ্ধের চিত্রাংকনের মধ্য দিয়ে শুরু হয় বিজয় মেলার অনুষ্ঠান। একই সাথে শুরু হয় পৌষ পিঠা উৎসব। 

বৃহত্তর ওয়াশিংটন প্রবাসী শতশত বাংলাদেশীদের পদচারনায় মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। একদিকে মুক্তিযুদ্ধের চেতনায় লালিত বিজয় উৎসব অন্যদিকে দেশীয় পিঠাপুলির মৌ মৌ গন্ধ আর বাংলাস্কুলের ছোট ছোট শিশুদের মুক্তির চিত্রাংকন প্রতিযোগীতা মুগ্ধ হন অনুষ্ঠানে আগত অতিথিরা। চিত্রাংকন প্রতিযোগীতার পাশাপাশি শুরু হয় পিঠা প্রতিযোগীতার বিচারকার্য্য। চিত্রাংকন প্রতিযোগীতায় বিচারকার্য পরিচালনা করেন সোনালী সোহানা, সুনীল শুকলা, ও সামিনা আমিন। পিঠা প্রতিযোগীতায় বিচারকার্য পরিচালনা করেন বুশরা ওয়াহিদ, ড, তুহীন, ও নাসিমা খান পপি। 

বিডি প্রতিদিন/ ১৮ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর