২১ ডিসেম্বর, ২০১৭ ১০:২৮

প্রশংসা কুড়িয়েছে বৃহত্তর ঢাকা এসোসিয়েশনের 'বিজয় নিশান'

অনলাইন ডেস্ক

প্রশংসা কুড়িয়েছে বৃহত্তর ঢাকা এসোসিয়েশনের 'বিজয় নিশান'

গানে, কবিতায়, নৃত্যে মহান বিজয় দিবস উদযাপন করেছে বৃহত্তর ঢাকা এসোসিয়েশন টরন্টো। সম্প্রতি ৮১ পিয়ার্ড রোডের রয়্যাল কানাডিয়ান লিজিয়ন হল মিলনায়তনে 'বিজয় নিশান' নামে ওই অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও বিজয়গাঁথা তুলে ধরা হয়।

বাঙালি অধ্যূষিত স্কারবোরো সাউথওয়েস্টের এমপি বিল ব্লেয়ার এমপি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি কানাডার বহুজাতিক সংস্কৃতির পরিমণ্ডলে ঐতিহ্যবাহী বাংলা সংস্কৃতির চর্চাকে সাধুবাদ জানান। পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা অর্জন ও বিজয়ের জন্য বাংলাদেশিদের সংগ্রামের প্রশংসা করেন।

অনুষ্ঠানে টরন্টোর প্রতিনিধিত্বশীল সাংস্কৃতিক সংগঠনগুলোর শিল্পীরা অংশ নেন। এর মধ্যে ছিল  উদিচি শিল্পী গোষ্ঠী কানাডা শাখা, সুকন্যা নৃত্যাঙ্গন, সিম্পনী, বাচনিক। এছাড়াও ছিলেন কমিউনিটির শিল্পীরা। হলভর্তি দর্শক আয়োজকদের পরিচচ্ছন্ন অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন।

বিডি প্রতিদিন/২১ ডিসেম্বর, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর