শিরোনাম
২৩ ডিসেম্বর, ২০১৭ ১২:২৭

নিউইয়র্কে বঙ্গবন্ধু প্রজন্মলীগের বিজয় দিবস উদযাপন

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে :

নিউইয়র্কে বঙ্গবন্ধু প্রজন্মলীগের বিজয় দিবস উদযাপন

‘বিজয়ের চেতনায় বাংলাদেশের এগিয়ে চলার গতি ত্বরান্বিত করতে সামনের নির্বাচনে সকল প্রবাসীকে একযোগে সোচ্চার হতে হবে। অর্থ, মেধা এবং সাংগঠনিক শক্তির বিনিয়োগ ঘটিয়ে শেখ হাসিনার মনোনীত প্রার্থীদের বিজয় নিশ্চিত করার পথ সুগম করতে হবে। অন্যথায় আবারো একাত্তরের পরাজিত শক্তির উত্থান ঘটলে বাংলাদেশ মুখ থুবড়ে পড়বে’-এমন অভিমত পোষণ করা হয় বিজয় দিবস উপলক্ষে গতকাল শুক্রবার রাতে আমেরিকার নিউইয়র্কে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে। 

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্মলীগের উদ্যোগে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান। প্রধান বক্তা ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। 

হোস্ট সংগঠনের সভাপতি এবং নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব কাদের মিয়ার সভাপতিত্বে এ সমাবেশ সঞ্চালনা করেন যৌথভাবে আলমগীর কবির এবং এ টি এম মাসুদ। 

অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরী এবং যুগ্ম সম্পাদক নূরল আমিন বাবু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফুল করিম, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম, ত্রাণ সম্পাদক জাহাঙ্গির হোসেন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোহাম্মদ হানিফ, নির্বাহী সদস্য খোরশেদ খন্দকার, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আস্রাফউদ্দিন, বঙ্গবীর জেনারেল ওসমানী স্মৃতি পরিষদের সভাপতি হাজী নজমুল ইসলাম চৌধুরী, সন্দ্বীপ এসোসিয়েশনের সাবেক সভাপতি রেফায়েতউল্লাহ চৌধুরী এবং সাবেক সেক্রেটারি নজরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সাবেক সভাপতি জাহাঙ্গির শাহনেওয়াজ ডিকেন্স, মহানগর আওয়ামী লীগের নেতা আব্দুল মতিন পারভেজ, ব্রুকলীন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ জলিল, সন্দ্বীপ পৌরসভা কল্যাণ পরিষদের সভাপতি হাজী জাফরউল্লাহ, আওয়ামী লীগ নেতা মাস্টার কামালউদ্দিন, হুমায়ূন কবীর, সৌরভ প্রামানিক, চার্চ-ম্যাকডোনাল্ড আওয়ামী লীগের সেক্রেটারি সুমন, ম্যানহাটান আওয়ামী লীগের সেক্রেটারি আবুল কাশেম প্রমুখ। 

প্রধান অতিথি মাহবুবুর রহমান বলেন, ‘বিজয়ের চেতনাকে সমুন্নত রাখার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সারাবিশ্বে এখন উন্নয়নের মডেল হিসেবে পরিণত হয়েছে। এই অহংবোধকে জাগ্রত রাখতে হবে।’

প্রধান বক্তা আব্দুস সামাদ আজাদ বলেন, ‘একাত্তরের চেতনায় প্রবাসীদের আবারো ঐক্যবদ্ধ হতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ রচনায় জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব অব্যাহত রাখার বিকল্প নেই।’ ‘সর্বস্তরের মানুষের বিপুল সমাগম ঘটিয়ে বিজয় দিবসের এ বর্ণাঢ্য আয়োজন করার মধ্য দিয়ে ব্রুকলীনবাসী আবারো প্রমাণ দিলো যে, ব্রুকলীন হচ্ছে শেখ হাসিনার ঘাঁটি’-উল্লেখ করেন আজাদ। 

নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরী বলেন, ‘এই প্রবাসেও রাজাকার-ঘাতকেরা সক্রিয় রয়েছে। আওয়ামী পরিবারকে বিভক্ত করার ষড়যন্ত্র চালাচ্ছে। এ ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে।’

বিডি-প্রতিদিন/২৩ ডিসেম্বর, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর