৪ জানুয়ারি, ২০১৮ ১৫:০২

যুক্তরাষ্ট্রের মিলবোর্ন সিটির ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি নূরুল হাসান

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে :

যুক্তরাষ্ট্রের মিলবোর্ন সিটির ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি নূরুল হাসান

নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট নূরুল হাসান

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে বাংলাদেশীদের উত্থানের ক্ষেত্রে আরেকধাপ অগ্রগতি এলো। পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের মিলবোর্ন বরো কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি-আমেরিকান মোহাম্মদ নূরুল হাসান। 

২ জানুয়ারি এই সিটির নির্বাচিত ৫ কাউন্সিলের মধ্যে ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত জাস্টিন স্কারিয়া এবং ভাইস প্রেসিডেন্ট হলেন চট্টগ্রামের সন্তান মো. নূরুল হাসান।

৩ জানুয়ারি বুধবার সিটি প্রশাসনের পক্ষ থেকে এ সংবাদ আনুষ্ঠানিকভাবে মিডিয়াকে অবহিত করা হয়।

গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী মেয়র ও কাউন্সিলম্যানদের শপথ করান স্থানীয় ম্যাজিস্টেরিয়াল ডিস্ট্রিক্ট জজ হ্যারি জে কারাপ্যালাইডস। এরপরই ভোট প্রক্রিয়ার সমন্বয় করেন সিটি মেয়র টম ক্রেমার।

ফিলাডেলফিয়া সিটি সংলগ্ন মিলবোর্ন সিটির ৫ বছর মেয়াদী অপর ৩ কাউন্সিলম্যানও বাংলাদেশী। তারা হলেন পাবনার মো. মনসুর আলী, চট্টগ্রামের ফেরদৌস ইসলাম এবং মাহবুবুল আলম।

নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট নূরুল হাসান বলেন, ‘নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্বেও আমরা এক্ষুনি কাউন্সিলের প্রেসিডেন্ট পদে যেতে চাচ্ছি না। অভিজ্ঞতা সঞ্চয়ের পর শীর্ষপদে যাওয়াই সমীচিন বলে সকলে মনে করছি। তবে এই সিটির সকল কাজকর্মে থাকবে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা। সে আলোকে বাংলাদেশিদের কল্যাণ প্রাধান্য পাবে-এটাই স্বাভাবিক।’

বিডিপ্রতিদিন/ ০৪ জানুয়ারি, ২০১৮/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর