শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

আমি নিঃসঙ্গ

আল মাহমুদ

ছুটছি ত্বরিত প্রবাহের মত যেন কালবৈশাখী

ঝড়ের বেগে শরীরে লেগে কি যে অনুভূতি!

হাওয়ার গতি আমাকে ডেকে বলছে— যাচ্ছি

পরিসমাপ্তি।

 

যাচ্ছি কোথায়? কে জানে কোথায়?

দুরন্ত বেগে।

 

বলছি— ‘আমি তো, আজও আছি জেগে।’

তোমার পাশেই, নরম ঘাসেই,

শুয়ে দেখি তারা

যেন ফুটন্ত তারার পাহারা।

 

আর যাবে কে কে? নামগুলো লেখে

দাও আমাকে। আমি চেয়ে দেখি,

কিছু কথা লেখি, আমার বক্ষে।

 

পাশেই রয়েছে আমার দেহের একটি তালিকা

যেন জ্বলে ওঠে আগুনের শিখা।

আমার চারিপাশে, কারা যেন হাসে

বলে— ওহে যুবা, দারুণ প্রতিভা!

মেলাও ছন্দে, গন্ধে-আনন্দে

আমার নামটি, শেষ হোক খেলা

আমাদের বেলা ওই ডুবে যায়।

ঠেলা খেয়ে বেলা যদি ডুবে যায়—

যাক না এখন

স্থির করো মন

ভাবো— যৌবন, এমনি ক্ষণিক সময়ের খেলা

খেলছি আমরা; আমি আর তুমি—

মাতৃভূমি!

 

তারপরে কিছু নেই আর বাকি

অনন্ত আকাশে উড়ে গেছে পাখি

যত ডাকি আয়; আয় বিহঙ্গ

বক্ষে আমার নাচে তরঙ্গ

আমি নিঃসঙ্গ!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর