শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ধুলো

মহাদেব সাহা

ধুলোর ভিতরে ধুলো, সেই কি আমার মুক্তি,

                ফুলের আত্মার স্বাদ,

 

জানি না, আমি কিছুই জানি না, না মন্ত্র, না মুদ্রা

কেবল প্রণাম করি তোমাকে আকাশ, জাতবেদা অগ্নি,

                     মাতরিশ্বা

সব গান থেমে গেলে বেজে ওঠে নৈঃশব্দ সংগীত।

 

ধুলোর ভিতরে গন্ধ, ধুলোর ভিতরে বৃষ্টি,

                শিশির সৌরভ

এই অগ্নিময় ধুলো অঙ্গে মেখেছি, এই

                শুদ্ধ পরম্পরা

ধুলোতেই মিশে আছি ধুলোর অদৃশ্য ধুলো;

 

জানি না কখন পুষ্পে পল্লবে পড়েছিলো এক বিন্দু ধুলো

এক বিন্দু  পুণ্যপ্লুত জল

ধুলো চাই, চাই ধুলো, অঙ্গার, অমৃত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর