শনিবার, ২০ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

\\\'চাল আমদানিতে লোকসানের শিকার হচ্ছে কৃষকরা\\\'

\\\'চাল আমদানিতে লোকসানের শিকার হচ্ছে কৃষকরা\\\'

ভরা আমন মৌসুমে ভারত থেকে সরকার লাখ লাখ টন শুল্কমুক্ত চাল আমদানি করছে অভিযোগ করে অবিলম্বে তা বন্ধের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী কৃষক দল।

আজ শনিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও কৃষক দলের সভাপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ‘সরকারি দলের লোকজনের লুটপাটের জন্য ভারত থেকে এ চাল আমদানি করা হচ্ছে। অথচ দেশের কৃষকরা নিজ উদ্যোগে তাদের কষ্টার্জিত অর্থের মাধ্যমে এ বছর আমনের বাম্পার ফলন ফলিয়েছেন। এ চাল কৃষকরা বিক্রি করতে না পেরে লোকসানের শিকার হচ্ছেন।’

তিনি আরও অভিযোগ করেন, ‘৫ জানুয়ারি ভোটার ও প্রার্থীবিহীন তামাশার নির্বাচনের নামে অবৈধভাবে ক্ষমতা দখলকারী বর্তমান হাসিনা সরকার দেশের কৃষজসমাজকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে এসেছে।’

কৃষকদলের সভাপতি বলেন, ‘সরকারিভাবে ভারত থেকে চাল আমদানির ফলে কৃষকের মাথায় হাত পড়েছে। চলতি বছরের ১ জুলাই থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশে চাল আমদানি হয়েছে ৪ লাখ ৯ হাজার টন। অথচ সরকারিভাবে চাল আমদানির কথা অস্বীকার করা হচ্ছে।’

এ সময় মির্জা ফখরুল কৃষকদের কাছ থেকে সরাসরি ন্যায্যমূল্যে ধান-চাল ক্রয়, ভারত থেকে ভুট্টা আমদানি বন্ধ, রবিশস্য পরিবহনে পুলিশ ও দলীয় চাঁদাবাজি এবং নেরিকা ধানের চাষ বন্ধেরও দাবি জানান। পাশাপাশি ডিজেল, সার, বীজসহ কৃষি উপকরণের দাম কমানো এবং সেচভিত্তিক বিদ্যুতের মূল্য কমানোরও দাবি জানান তিনি।

বিডি-প্রতিদিন/২০ ডিসেম্বর, ২০১৪/মাহবুব

সর্বশেষ খবর