৭ নভেম্বর, ২০১৫ ১২:০৪

ফোবানা সম্মেলনকে সহযোগিতার আশ্বাস আইবিএফবি প্রতিনিধি দলের

শিব্বীর আহমেদ, ওয়াশিংটন:

ফোবানা সম্মেলনকে সহযোগিতার আশ্বাস আইবিএফবি প্রতিনিধি দলের

ফেডরেশন অব বাংলাদেশি এসোসিয়েশন ইন নর্থ আমেরিকা (ফোবানা)-এর ৩০তম সম্মেলনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলো ওয়াশিংটনে সফরত ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) প্রতিনিধি দল। গতকাল শুক্রবার ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডের ডেরা রেস্টুরেন্টে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ৩০তম ফোবানা সম্মেলণ স্বাগতিক কমিটির সহ-সভাপতি ড. আনোয়ারুল করিম এবং সভা পরিচালনা করেন লেখক সাংবাদিক শিব্বীর আহমেদ। 

সভায় বক্তব্য রাখেন ৩০তম ফোবানা সম্মেলনের সভাপতি মোহাম্মদ আলমগীর, কনভেনর এটিএম আলম, মেম্বার সেক্রেটারি নুরুল আমিন নুরু, যুগ্ম সম্পাদক দস্তগীর জাহাঙ্গীর, প্রধান সমন্বয়ক করিম সালাউদ্দিন, চিফ প্যাট্রন ড. গোলাম ফরিদ আকতার, মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রাক্তন প্রসিকিউটর অ্যাডভোকেট আমর ইসলাম, মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগ নেতা শেখ সেলিম, বিশিষ্ট লেখক সাংবাদিক হারুন চৌধুরী, উপদেষ্টা মাজহারুল হক প্রমুখ। 

এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জি আই রাসেল, আকতার হোসাইন আবু রুমি, রেদওয়ান চৌধুরী, মোহাম্মেদ হক রোমিও, শামীমা করিম বিউটি, সুফিয়া মান্নান, মোহাম্মদ গোলাম মোস্তফা, হারুন উর রশীদ, নাইম রহমান, জাকির আলম জসিম, জাকির হোসেন, শামীম হায়দার প্রমুখ।

মতবিনিময় সভায় ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুুদুল ইসলাম চৌধুরী ও বর্তমান সভাপতি হাফিজুর রহমান খান ৩০তম ফোবানা সম্মেলনকে সফল এবং স্বার্থক করার জন্য যেকোন সহযোগিতা করবেন বলে ফোবানা কর্মকর্তাদেরকে জানান। ফোবানা সম্মেলনকে সফল করার জন্য বাংলাদেশে অফিস স্পেস থেকে শুরু করে অন্যান্য যেকোন সহযোগিতা করার আশ্বাস দেন। এছাড়া ৩০তম ফোবানা সম্মেলনে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ  (আইবিএফবি)-এর একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করবে বলেও নেতৃবৃন্দ মতবিনিময় সভায় জানান। 

 


বিডি-প্রতিদিন/ ০৭ নভেম্বর, ২০১৫/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর