৯ নভেম্বর, ২০১৫ ১৪:৪৮

তারেক রহমান 'জেনিটিক স্মার্ট': মিলন

কামরুল হাসান জনি, ইউএই:

তারেক রহমান 'জেনিটিক স্মার্ট': মিলন

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেককে রহমান ‘জেনিটিক স্মার্ট’ বলে আখ্যা দিলেন বিএনপি'র কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। রবিবার রাতে দুবাইয়ে ইউএই শ্রমিক দলের আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ আখ্যা দেন। 

প্রসঙ্গ টেনে এহসানুল হক মিলন বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজ গুণে গুণান্বিত। তারেক রহমানও নিজ গুণেই মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তিনি (তারেক রহমান) আমার চোখে মহামানব।’ তিনি আরও বলেন, ‘বিএনপির উচ্চপর্যায় থেকে তৃণমূল পর্যন্ত সব কিছুই মনিটর করছেন তারেক রহমান। সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। শুধু তাই নয়, খুব শিগগিরই তিনি আন্দোলনের ঘোষণা দেবেন। তাই আপনারা রাজপথে নামতে প্রস্তুত হোন। বেগম জিয়া হচ্ছেন সূর্য আর দলের জন্যে যারা কাজ করছেন তারা একেকটি চাঁদ। আপনারা এ আস্থার প্রমাণ দিতে তৈরি হোন।’ 

দুবাইয়ের স্থানীয় একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় ইউএই শ্রমিক দলের সভাপতি প্রকৌশলী মাহে আলমের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন মধ্যপ্রাচ্য বিএনপির সম্বনয়ক প্রকৌশলী সালাউদ্দীন আহমেদ। এতে বিশেষ অতিথি ছিলেন ইউএই বিএনপির সভাপতি জাকির হোসেন। এরশাদুল আলমের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরোয়ার আলী ভুট্টু, গাজী জাকির হোসেন, নিজাম উদ্দিন, মাহফুজুর রহমান, জালাল আহমেদ প্রমুখ। 

বক্তারা বলেন, ‘জিয়াউর রহমানের বলে যাওয়া কথা এখন প্রতিফলিত হচ্ছে। নিঝুম দ্বীপসহ যত কথা তিনি বলে গেছেন, সেসবের এখন প্রমাণ পাচ্ছি আমরা।’ বক্তারা আরও বলেন, ‘আওয়ামী লীগ এখন সরকার থেকে বিভক্ত হয়ে গেছে। তাই বিএনপির সঙ্গে আপস করতে চায়, শর্তের কথা বলে। বিএনপি কোনো শর্ত মানার দল নয়, দেশনেত্রী দেশে ফিরলেই নেতাকর্মীদের নিয়ে তিনি রাজপথে নামবে। আওয়ামী লীগ বুঝতে পারবে ‘বৈধ’ ভাবে ক্ষমতায় টিকে থাকা যায় না। ইতিহাস কাউকে ক্ষমা করে না।’


বিডি-প্রতিদিন/ ০৯ নভেম্বর, ২০১৫/ রশিদা

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর